Wednesday, March 11, 2015

এক দিনেই বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ১০ গুন বেড়ে গিয়েছে

আজ এমন একটা নিউজ হতে পারতো,
সংবাদ শিরোনামঃ "এক দিনেই বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ১০ গুন বেড়ে গিয়েছে"
বিস্তারিত সংবাদঃ গত পরশুদিন তথা ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বর সবার ফেসবুক ফ্রেন্ডের জন্মদিনের সংখ্যা যা ছিলো, মাত্র এক দিনেই, তথা পরবর্তি দিন ২০১৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখে সেই একই ফ্রেন্ড লিষ্টে জন্মদিনের সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ১০ গুন হয়েছে। যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া তাই ধারনা করা হচ্ছে এবছরও একই হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং বর্তমান সরকার এবিষয়ে বড়ই উদ্বিগ্ন।
কাওসার আহমাদ সোহানের সাথে কথা বলে জানতে পারলাম উনার ফ্রেন্ডলিষ্টেরও একই অবস্থা। তিনি বললেন, "এটা অবশ্যই একটা মিরাকেল। একদিনে জন্মহার এতো বাড়ে কিভাবে...!! ১লা জানুয়ারি আমার ফ্রেন্ডলিষ্টের ২৭৮ জনের জন্মদিন ছিলো, আর আজ ২রা জানুয়ারি মাত্র ২৮ জনের জন্মদিন। আজকের তুলনায় গতকাল ১০.০৭১ গুন বৃদ্ধি পেয়েছিলো। যাইহোক সবই আল্লাহর ইচ্ছা। শুভ জন্মদিন। জুম্মা মোবারক।"

এতোক্ষন আপনারা তার বক্তব্য শুনলেন। অন্যান্য আরো অনেকেই এবিষয়ে মতামত প্রদান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বড়ই চিন্তার বিষয়।

No comments:

Post a Comment