Monday, January 23, 2012

কবিতা

স্বার্থপর
                                                 রাজীব আহমেদ তুহিন (বড় ভাই)

একজনকে কাঁদিয়ে বেদনায় জ্বালিয়ে 
ফিরে এলে আমার কাছে,
হয়তো আমি চাইতাম তোমায়
বলতে কভু পারিনি,
তবু আমি এমনিভাবে
তোমায় আশা করিনি।

 তাকে ছেড়ে সুখের খোজ যেমন
আমার কাছে চাও,
অন্য কোথাও সুখ পেলে যদি
আমায় ভুলে যাও।

কজনকে ছেড়ে যেমন
আসলে আমার কাছে,
আমায় ও যে ছাড়বেনা
তার কি গ্যারান্টি আছে?

বিনা দোষেই ছাড়লে তাকে
কেমন তোমার বিচার,
আমিও তেমনি চাইনা হতে
ব্যর্থ প্রেমের শিকার।

 Please বোঝার চেষ্টা করো
ভুল বোঝনা আমাকে
একাই আমি থাকবো ভালো
সংযত করে নিজেকে।

1 comment:

  1. I am trying to publish such a poem mere and mere. Wait pleas e. Thanks a lot for read it. please comment something . . . . .

    ReplyDelete