Wednesday, March 5, 2014

আরবি শিক্ষা ক্লাস

আরবি ভাষার শব্দ সমূহকে মাত্র ৩ ভাগে ভাগ করা হয়েছে! :D যেখানে ইংরেজিতে parts of speech 8 প্রকার।
যেমনঃ

১। এসমুন (এসেম)। ইংরেজিতে Noun. আর বাংলায় বিশেষ্য, কোন কিছুর নাম।
২। ফিইলুন (ফেয়েল)। ইংরেজিতে Verb. আর বাংলায় ক্রিয়া, কোন কিছু করা।
৩। হরফুন (হরফ)। ইংরেজিতে preposition, conjunction, etc. আর বাংলায় অব্যয়।

বিস্তারিত...... 

১। এসমুন (এসেম), Noun, বিশেষ্য: সাধারনত আমরা যা করি বা দেখি তার একটা নাম আছে। সব কিছুরই একটা নাম আছে। আরবিতে যে কোন কিছুর নামকেই এসমুন বলে। যেমন, বাইতুন মানে একটি ঘর, কিতাবুন মানে একটি বই, কলামুন মানে একটি কলম।
একটা মজার বিষয় হল উপরোক্ত উধাহারনে বাইতুন, কিতাবুন, কলামুন এগুলো সবই অনির্দিষ্ট। তাই এগুলকে নির্দিষ্ট করতে হলে শেষ অক্ষর থেকে একটা পেশ মুছে ফেলতে হবে। আর সামনে আলিফ ও লাম যোগ করতে হবে। তাহলে হবে, বাইতুন থেকে> আল বাইতু। মানে ঘরটিকিতাবুন > আল কিতাবু। মানে বইটি। কলামুন > আল কলামু মানে কলমটি এখানে সবই নির্দিষ্ট।

البيت بيت قلم القلم

২। ফিইলুন (ফেয়েল), Verb, ক্রিয়া....... আরো আসছে... 



No comments:

Post a Comment