Thursday, November 6, 2014

A lion and a mouse


One day a lion was sleeping in a jungle. A mouse was playing there, By chance it ran over the lion’s body. The lion woke up and became very angry he caught mouse and said “You little mouse! How dare you disturb me? I will kill You” The mouse  because very afraid. It said “sir I am a little animal. please, save my life this time” The lion let the mouse go. after some days three hunters came in the forest they had nets to catch the animals. One day the lion was caught in the hunter’s net the lion tried hard but could not get out it began to roar, the mouse heard the roar of the lion it went to the lion and said, “sir, don’t worry” the mouse cut the net with its sharp teeth the lion became free it said, “My little friend you have saved my life from now we are friends”

Saturday, October 4, 2014

আতর (কবিতা)

নিজেস্ব সত্য ঘটনা অবলম্বনে।

আতর
----কাওসার আহমাদ সোহান

পরপর দুইরাত স্বপ্নে দেখিলাম, আতর কিনিয়াছি আমি
বড়ই সুবাস, মিষ্টি গন্ধ, Chocolate Musk নাম,
স্বপ্নে দেখলাম; মাত্র ৬০ টাকা তার দাম।

স্বপ্ন সত্যি করিতেই চাই
পরে যদি আর সুযোগ-ই না পাই,
সকাল হলেই ছুটিলাম তাই;
----সাভার সিটি সেন্টারে।

গিয়ে দেখি সেথা
দাড়িয়ে আছেন বিক্রতা
৫ তলার মসজিদেরই পাশে,
যেমনটি দেখেছি স্বপ্নে;
----- কাল রাতে।

বলিলাম কাকা; কেমন আছেন একা
ব্যবসার চাকা কেমন চলে?
: দোকান খুলিয়াছি সবে।

অত কথা বাদ, চকলেট ঘ্রানের আতর আছে কি কোন?
: এই নাও বাবা, সুন্দর ঘ্রাণ, ভেজাল নেই কোন।

একদাম! ১৫০ টাকা শুইনা
গেলো মাথার তার ছিইড়া
----কিতা স্বপ্নে দেখলাম তাইলে?

আহা কি সুবাস,
এতো বড় বাশ!
না দিলে কি হইতো?

কিছু করার নাই,
স্বপ্ন সত্যি করবার চাই
১৪০ টাকা দিয়া তাই
----কিনলাম অবশেষে। (শান্তি) :-D

২৭ তারিখ সেখানে আতর দেখেছি, কিনি নাই। রাতে স্বপ্ন দেখলাম, পরের দিন রাতে আবার স্বপ্নে দেখলাম ৬০ টাকা দিয়ে কিনেছি। পরপর দু'রাত স্বপ্নে দেখার পর ২৯ তারিখে গিয়ে কিনে আনলাম। ঘ্রাণ টা আসলেই সুন্দর। কবিতা লিখবো কিন্তু টপিক খুজে পাচ্ছিলাম না তাই এই সব।

অাফসোসঃ স্বপ্নে যা দাম দেখলামদেখলাম; বাজার মূল্য তার দ্বিগুনের চেয়েও বেশি।

বিঃদ্রঃ এই আতর আর জিনের দেওয়া আতর সম্পূর্ণ আলাদা। সেটার নাম ছিলো 'গোলে লায়লা'।

জুম্মার খুতবা (৩.৯.২০১৪)

আজ মুম্মার নামায পড়লাম পল্টন জামে মসজিদে। সেখানে খুতবায় যা যা শুনেছি তা অন্যকে বলা আমার কর্তব্য। ছোটবেলায় আম্মু বলেছিলেন এতে নাকি কবুল হজের সওয়াব পাওয়া যায়।

           (খুতবা)
##কোন কাজ যা অহংকার প্রকাশ পায় বা ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কাজের জন্য যুক্তি পেশ করা হারাম। যেমন ইবলিসকে আল্লাহ বলেছেন আদম আঃ কে সিজদা করতে, কিন্তু সে সিজদা না করে আল্লাহকে যুক্তি দেখালো যে আদমের চেয়ে তার মর্যাদা বেশি তাই সে সিজদা করবে না। ফলাফল কি হলো তা সবাই জানেন। ইবলিস হয়ে গেল আসমান জমিনের সব থেকে ঘৃণীত ব্যক্তি। (আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা এমন কোন যুক্তি না দেখাই যাতে আল্লাহ মাইন্ড করে। কে নামায পড়তে ডাকলে আমরা না পড়ার জন্য বিভিন্ন যুক্তি দেখাই, এগুলো হলো শয়তানী যুক্তি।)

## কোন মুসলমানকে গালি দেওয়া হারাম। আজ এক দলের লোক অন্য দলের লোককে গালি দেয়, বাজে কথা বলে, এক ইমামের লোকেরা অন্য ঈমামকে গালি দেয়, শিয়ারা সুন্নীদের, সুন্নীরা শিয়াদের, মনে রাখতে সবাই মুসলমান। আল্লাহ জানে কে ভালো কে খারাপ। হুদাই গালি দিয়ে কেন নিজের কপালটা পোড়াবো।

##কুরবানির গরুর চামড়া মাদ্রাসায় দিতে বলেছেন।

##রক্ত গোবরে পরিবেশের ক্ষতি হলে, এলাকা  মুসল্লীদের ক্ষতি হলে সওয়াব তো দূরের কথা উল্টা পাপ হতে পারে। ভালো করে জায়গা ধুয়ে ফেলতে হবে। গোবর বা রক্ত ড্রেনে বা পুকুরে ফেলা যাবে না।

##কুরবানির গরুর বয়স ২ বছর, ছাগলের ১ আর উঠের ৫ বছর হতে হবে, সেই সাথে সুস্থ, স্বাভাবিক ও আকর্ষনীয়।

##এর পর লতিফ সিদ্দীকির বিষয়ে বললেন এবং আল্লাহর কাছে তার শাস্তি কামনা করলেন পল্টন মসজিদের খতিব।

##এরপর প্রথম রাকাতে সূরা বুরুজ ও দ্বিতীয় রাকাতে অন্য কিছু আয়াতের মাধ্যমে নামায শেষ করে বিশাল মোনাজাত।

##নামায শেষে একটা মিছিলের সাথে করে বায়তুল মোকাররমের সামনে গেলাম। আরো বিভিন্ন জায়গা থেকেও মিছিল এসে যোগ দিলো। কিছুক্ষন থেকে চলে আসলাম।

Monday, September 8, 2014

My portfolio

 My portFolio


Working experience:

1. Reporter at The Daily Prabartan
2. Founder at The Bright House
3. Writer at The Royal Scientific Publication
4. Field supervisor at Village Economic Development Organization (VEDO)


Group member:

1. Jahangirnagar University Marketing Club (JUMC)
2. Jahangirnagar University Debet Organization (JUDO)
3. Jahangirnagar University Career Club (JUCC)
4. Leo Club of Dhaka Liberty
5. Jahangirnagar University Rotary Club

Friday, August 22, 2014

একেই বলে স্ত্রীর চাহিদা মেটানো....

জাতির ভালোর জন্য তাকে তিনটি দোয়া সেখানো হইইলো। সে যা চাইবে তাই পাইবে।
মহানন্দে বাড়ি আসিয়া স্ত্রীকে বলা মাত্রই স্ত্রীর আবদার, তার জন্য মাত্র একটা দোয়া করে জাতির জন্য বাকি দুইটা রাখা হোক।
কি আর করা। বাসূস সাহেব দোয়া করলেন স্ত্রীর চাহিদাননুযায়ী তাকে গোত্রের শ্রেষ্ঠ সুন্দরী করা হোক। তাই করা হলো।
.......এবার জাতির জন্য দোয়া করার পালা।
কিছুদিন যেতে না যেতেই বাসূস সাহেব বুঝতে পারলেন স্ত্রী সুন্দরী হইয়া এখন তাকে অবহেলা করিতেছে।
জাতির জন্য কি আর দোয়া করিবে, রাগে ফস ফস করিতে করিতে আবার দোয়া করিলেন যেন স্ত্রীকে কুকুর বানানো হয়।
......তাহাই হইলো।
বাকি থাকলো জাতির জন্য আর মাত্র একটি দোয়া।
কি করিবে কি করিবে বুঝিতে না বুঝিতেই আত্নীয় স্বজন ও ছেলে-মেয়েরা বলিলো স্ত্রীকে আগের রুপে ফেরানোর জন্য দোয়া করা হোক।
ব্যাস....জাতির জন্য রাখা সর্বশেষ দোয়াটি তিনি করিলেন, যেন স্ত্রীর প্রথম রুপ ফিরিয়ে দেওয়া হোক।
তাই হইলো। স্ত্রী যেমন ছিলো তেমনই রইলো, তিনটি দোয়া শেষ হইলো। অভাগা জাতির জন্য কোন দোয়া রইলো না, কোন উন্নতিও হইলো না।
(একেই বলে স্ত্রীর চাহিদা মেটানো। যা কখনোই সম্ভব নয়। একূলও যাবে ওকূলও যাবে। কোন দাবী মেটানোর আগে কমপক্ষে ১০ বার ভাববেন। )
ঘটনাটি পেলাম সূরা আরাফের ১৭৬ নং আয়াতের তাফসীর পড়তে গিয়ে। ইবনে আব্বাস (রাঃ) হতে বর্নীত বনী ইসরাঈলের বাসূস নামক এক ব্যক্তির ঘটনা।
আপনারাও পড়ুন, অনেক কিছুই জানতে পারবেন। এমন ঐতিহাসিক বহু ঘটনায় ভরপুর মহাগ্রন্থ আল কোরআন, হাদীস ও ইসলামের ইতিহাস।

Monday, August 11, 2014

আম্মু

যে আম্মু সবকিছুতে এতো কঠোর ছিলো, একটুতে একটু হলেই প্রচুর মারতো, পুকুরে গোসল করে আসতে একটু দেরি হলেই আবার নিয়ে গিয়ে চুবাতো, ঘরে এনে খাটের সাথে বেঁধে রাখতো, একটার পর একটা লাঠি আমার পিঠে ভাংতো..... আজ তাকে দেখলে বড্ড অসহায় মনে হয়। তার এতো রাগ, এতো যেদ কোথায় গেল?
......মনে হয় একেই আমরা বলি বার্ধক্য।
এখন ফোনে কথা বললেই তার কন্ঠটা ভারি ভারি লাগে, মনে হয় এই যেন কেঁদে দিলো, এই যে বাড়িতে গেলাম, পুরোটা সময়ই সে অস্থির ছিলো। কোনটা রেখে কোনটা খেতে দিবে, আমার জন্য কি করবে না করবে তাই নিয়ে যত চিন্তা। সবকিছু সামনে রেখে আমার চোখের দিকে তাকিয়ে থাকে আমার মন কোনটায় সায় দেয় তা দেখার জন্য।
.....আগে তো ঝাড়ি দিয়ে খাওয়াতো, তাহলে এখন কেন এমন করে? তার কি আত্নবিশ্বাস কমে গেছে? নাকি আমাদের মতামতকে প্রাধান্য দিচ্ছে?
সে যাই করুক, সবসময় সবটাই করে আমাদের ভালোর জন্য।
আগে তিনি জোরে কথা বললে আমরা ভয় পেতাম, আর এখন আমরা কেউ একটু জোরে কথা বললেই সে লুকিয়ে কাঁদে। মানুষ পরিবর্তনশীল। মন মানষিকতা, আচার ব্যবহার সবই পরিবর্তনশীল।
.....আল্লাহর কাছে দোয়া করবো এই বলে, যে দিন আব্বু-আম্মু আমাদের কোন কথায় কষ্ট পাবে, তার আগের দিন যেন আল্লাহ আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নেয়।

Wednesday, March 5, 2014

আরবি শিক্ষা ক্লাস

আরবি ভাষার শব্দ সমূহকে মাত্র ৩ ভাগে ভাগ করা হয়েছে! :D যেখানে ইংরেজিতে parts of speech 8 প্রকার।
যেমনঃ

১। এসমুন (এসেম)। ইংরেজিতে Noun. আর বাংলায় বিশেষ্য, কোন কিছুর নাম।
২। ফিইলুন (ফেয়েল)। ইংরেজিতে Verb. আর বাংলায় ক্রিয়া, কোন কিছু করা।
৩। হরফুন (হরফ)। ইংরেজিতে preposition, conjunction, etc. আর বাংলায় অব্যয়।

বিস্তারিত...... 

১। এসমুন (এসেম), Noun, বিশেষ্য: সাধারনত আমরা যা করি বা দেখি তার একটা নাম আছে। সব কিছুরই একটা নাম আছে। আরবিতে যে কোন কিছুর নামকেই এসমুন বলে। যেমন, বাইতুন মানে একটি ঘর, কিতাবুন মানে একটি বই, কলামুন মানে একটি কলম।
একটা মজার বিষয় হল উপরোক্ত উধাহারনে বাইতুন, কিতাবুন, কলামুন এগুলো সবই অনির্দিষ্ট। তাই এগুলকে নির্দিষ্ট করতে হলে শেষ অক্ষর থেকে একটা পেশ মুছে ফেলতে হবে। আর সামনে আলিফ ও লাম যোগ করতে হবে। তাহলে হবে, বাইতুন থেকে> আল বাইতু। মানে ঘরটিকিতাবুন > আল কিতাবু। মানে বইটি। কলামুন > আল কলামু মানে কলমটি এখানে সবই নির্দিষ্ট।

البيت بيت قلم القلم

২। ফিইলুন (ফেয়েল), Verb, ক্রিয়া....... আরো আসছে... 



Tuesday, February 25, 2014

ছেলের ভাবা উচিত

"ক্লাস 3 এর পর থেকে প্রতিটা ছেলের ভাবা উচিত যে, পৃথিবীতে কোন মেয়ে নাই। যখন বিয়ের বয়স হবে তখন পৃথিবীতে মেয়ে আসবে। এর আগে নিজের জীবন নিয়ে ভাবতে হবে।"
তাহলে যা যা হবে। রাস্তায় নামলে ছেলেরা বেশি ভাব মারবে না, ইভটিজিং হবে না, মোবাইল খরচ কমে যাবে। ক্লাস এ পড়ায় মন বসবে। ভালো রেজাল্ট হবে, বাবা মায়ের শপ্ন পুরন হবে। ঈমান ঠিক থাকবে। এবং সর্বোপরি বিবাহ পরবর্তী জীবন সুখের হবে। বেস্ট অভ লাক।