Wednesday, September 18, 2013

প্রেম ভালবাসা

প্রেম করতে হলে সবার প্রথমে একটা সুন্দরী মেয়ে পছন্দ করতে হবে। আর পছন্দ করতে হলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে হবে। পাগল নাকি!!! এক বারের বেশী কোন মেয়ের দিকে তাকানোই ইসলামে জায়েজ নেই। এক বার তাকানো যাবে তাও আবার শুধু চেনার জন্য। তাকানোর আগেই যদি চেনা যায় তাহলে আর তাকানোরও দরকার নেই। তাহলে কি করা যাবে? মাত্র এক বার দেখে পছন্দ করা যায় নাকি? আর পছন্দই না হলে প্রেম হবে কি করে? কি সাংঘাতিক ব্যাপার চিন্তা করেছেন?? আল্লাহ্‌র আদেশ অমান্য করে মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে সুন্দরী মেয়ে খুজতে হবে !!! দরকার নাই ভাই। কপালে থাকলে অটোমেটিক ই পাওয়া যাবে। আর আশা করি আল্লাহ্‌ আমার জন্য সুন্দর একজনকে ঠিক করে রেখেছেন। তাই আমার আর খোঁজা-খুঁজি করে লাভ নাই। আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি। শান্তিতে আছি। এভাবেই থাকিনা, দেখি কতদিন পারি।]

###

###

মানুষ ভাল হতে সময় লাগে না। আপনারা যারা প্রেম ভালবাসা করেন, (GF/BF) তাদের বলছি, বিয়ের আগে এটা কোন ভাবেই করা যাবে না। আমার নিজের দৃষ্টিকোণ থেকে বলছি, যদি কোন ছেলে বা মেয়েকে ভাল লেগে থাকে তবে সেটা তাঁকে জানাতে পারেন যাতে সে তার মতামত আপনাকে জানাতে পারে। আর পারেন পরিবার কে জানাতে। তবে ব্যাস, এই পর্যন্তই। আর কিছু করা যাবে না। বিয়ের আগে কোনদিন দেখা করতে চাইবেন না। আর ২ জন একান্তে দেখা করাইতো হারাম। তাহলে আপনি কি করবেন??? মোবাইল এ কথা বলবেন?? যদি অনেক দরকার হয় আর শয়তান যাতে আপনাকে খারাপ পথে নিতে না পারে সেদিক খেয়াল রেখে সপ্তাহে ১ বার ফোনে কথা বলা যেতে পারে। ভালবাসার ব্যাপার তো, সামলানো কঠিন। আর পারেন ফেসবুক আকাউনট খুলে মাঝে মাঝে চ্যাট করতে। তবে এখানেও ফিত্নার আশংকা অনেক। আমি যা বলতে চাচ্ছি বুঝছেন তো? কোন ভাবেই দেখা করা যাবে না না না। আপনারা দেখা করলেও আমার কোন ক্ষতি নেই। আমি চাই আপনারা আল্লাহর আদেশ নিশেধ মেনে চলুন, ভাল থাকুন আর আমার জন্য দোয়া করুন। আপনার ভালবাসা পবিত্র থাকুক।

Saturday, September 7, 2013

জীবনের সব থেকে বড় ছ্যকা।


আমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা হল জীবনেও ছ্যকা খেলাম না। আসলে এই ছ্যকা প্রেমের ছ্যকা নয়। জীবন থেকে পাওয়া ছ্যকা। যে ছ্যকা খেয়ে আজ একটা ছেলে বিল গেট্‌স হল, পরের ঘরে খেয়ে না খেয়ে বড় হওয়া একটা ছেলে ষ্টিভজবস হল। হার্ভার্ড থেকে বিতাড়িত হওয়া একটা ছেলে সে হল ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবারগ। এই রকম হাজারো উধারন আছে ইনাদের নিয়ে। আসলে আরামে আছি তো, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি কোন টেনশন নাই। এর জন্যই জিবনে কিছু করতে পারলাম না। পকেটে যদি টাকা না থাকতো, না খেয়ে কিছুদিন কষ্ট করতাম, তাহলে জীবনে কিছু করতে পারতাম। কিছুদিন পর আমার জীবনী লোকে পড়ত

Friday, September 6, 2013

প্রানের আকুতি

প্রানের আকুতি

                                                        কাওসার আহমেদ সোহান

ভাবিয়াছি আমি কোরআন পড়িবো
কোরআণ দিয়ে জীবন গড়ীবো;
বুঝিয়া বুঝিয়া পড়িয়া দেখিবো
আল্লাহ্ কী বলিতে চাহিয়াছেন,
কেন নবী রাসূল পাঠাইয়াছেন ।

ব্যর্থ হইল আমার সে আশা
ভাঙ্গিয়া গেলো বুকের সে বাসা ।
স্কুল, কলেজ আর ভার্সিটির পড়া
পড়িতে পড়িতে আজ আমি দিশেহারা

হায়, হায় করি আকাশের পানে চাইয়া
কি জবাব দিব আল্লাহর কাছে গিয়া।

ক্ষমা চাই ক্ষমা চাই
বেহেস্তের এক কোনে ঠাই,
একটু শান্তি যদি পাই
আল্লাহর শোকর করি তাই