Friday, December 27, 2013

বাংলাদেশি লেখকদের বই

আমার পিছনে যে বই গুলো দেখছেন, সেগুলো সব বিদেশী লেখকদের লেখা। এখন অনার্স লেভেলে এসে হতাস হয়ে খুজি... বাঙালি লেখকদের লেখা বই কই?
কি করেছে বাঙ্গালিরা এতদিন?
আমি যে সব দেশি বই পড়ে ফেলেছি তা বলসি না। তবে ক্লাসে পাঠ্য বই যা পরানো হয় সব বেশিরভাগ আমেরিকান রাইটারদের।
এখন ভাবছি আমাকেই হাল ধরতে হবে।
আমি জানি দেশে অনেক পণ্ডিত আছে।
তারা টকশো আর পত্রিকায় কলাম লিখতে বাস্ত। বই লেখার সময় তাদের নেই।
জাদের আছে তারাও প্রেমের গল্প ছাড়া লেখার কিছু খুজে পায় না।
শপথ নিন।
বাংলাদেশি লেখকদের বই, পাঠ্য বই হিসাবে বিদেশের বড় বড় ইউনিভার্সিটি তে পড়ানো হবে ইনশাআল্লাহ।

লেখা শুরু করে দিন।
— at নয়াপল্টন.

No comments:

Post a Comment