Saturday, October 4, 2014

আতর (কবিতা)

নিজেস্ব সত্য ঘটনা অবলম্বনে।

আতর
----কাওসার আহমাদ সোহান

পরপর দুইরাত স্বপ্নে দেখিলাম, আতর কিনিয়াছি আমি
বড়ই সুবাস, মিষ্টি গন্ধ, Chocolate Musk নাম,
স্বপ্নে দেখলাম; মাত্র ৬০ টাকা তার দাম।

স্বপ্ন সত্যি করিতেই চাই
পরে যদি আর সুযোগ-ই না পাই,
সকাল হলেই ছুটিলাম তাই;
----সাভার সিটি সেন্টারে।

গিয়ে দেখি সেথা
দাড়িয়ে আছেন বিক্রতা
৫ তলার মসজিদেরই পাশে,
যেমনটি দেখেছি স্বপ্নে;
----- কাল রাতে।

বলিলাম কাকা; কেমন আছেন একা
ব্যবসার চাকা কেমন চলে?
: দোকান খুলিয়াছি সবে।

অত কথা বাদ, চকলেট ঘ্রানের আতর আছে কি কোন?
: এই নাও বাবা, সুন্দর ঘ্রাণ, ভেজাল নেই কোন।

একদাম! ১৫০ টাকা শুইনা
গেলো মাথার তার ছিইড়া
----কিতা স্বপ্নে দেখলাম তাইলে?

আহা কি সুবাস,
এতো বড় বাশ!
না দিলে কি হইতো?

কিছু করার নাই,
স্বপ্ন সত্যি করবার চাই
১৪০ টাকা দিয়া তাই
----কিনলাম অবশেষে। (শান্তি) :-D

২৭ তারিখ সেখানে আতর দেখেছি, কিনি নাই। রাতে স্বপ্ন দেখলাম, পরের দিন রাতে আবার স্বপ্নে দেখলাম ৬০ টাকা দিয়ে কিনেছি। পরপর দু'রাত স্বপ্নে দেখার পর ২৯ তারিখে গিয়ে কিনে আনলাম। ঘ্রাণ টা আসলেই সুন্দর। কবিতা লিখবো কিন্তু টপিক খুজে পাচ্ছিলাম না তাই এই সব।

অাফসোসঃ স্বপ্নে যা দাম দেখলামদেখলাম; বাজার মূল্য তার দ্বিগুনের চেয়েও বেশি।

বিঃদ্রঃ এই আতর আর জিনের দেওয়া আতর সম্পূর্ণ আলাদা। সেটার নাম ছিলো 'গোলে লায়লা'।

No comments:

Post a Comment