একটু
পরে জুম্মার নামায শুরু হবে। ঈমাম সাহেব খুতবা দিচ্ছেন।
ছোট-বড়, ছাত্র-শিক্ষক, চাকর-মনিব, ধনী-গরীব সবাই এক এক করে মসজিদে প্রবেশ করে সামনে থেকে লাইন ধরে বসে যাচ্ছে। বসার সময় কেউ একবারও চিন্তা করছে না পাশের লোকটা শত্রু না মিত্র, ধনী না গরীব। মানুষে মানুষে কোন ভেদাভেদ নাই। প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে সবাই খুতবা শুছে। আরবীতে খুতবা হচ্ছে, কেউ বুঝুক বা না বুঝুক সবাই শুনবেই।
এত ব্যস্ত এই মানুষ গুলো চুপ করে বসে আছে। একমাত্র নামায ছাড়া এই মানুষ গুলোকে এভাবে একত্র করা সম্ভব নয়।
.....মহান ধর্ম ইসলাম, এমনই এক সিস্টেম করে দিয়েছে, যা কিয়ামতের আগ পর্যন্ত কোন পরিবর্তন হবে না।
সবকিছু বোঝার পরেও যারা ইসলাম কবুল করেনি বা পরিপূর্ন ভাবে ইসলামে প্রবেশ করেনি তাদের জন্য আফসোস। আল্লাহ সবাইকে হেদায়াত দিক।
ছোট-বড়, ছাত্র-শিক্ষক, চাকর-মনিব, ধনী-গরীব সবাই এক এক করে মসজিদে প্রবেশ করে সামনে থেকে লাইন ধরে বসে যাচ্ছে। বসার সময় কেউ একবারও চিন্তা করছে না পাশের লোকটা শত্রু না মিত্র, ধনী না গরীব। মানুষে মানুষে কোন ভেদাভেদ নাই। প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে সবাই খুতবা শুছে। আরবীতে খুতবা হচ্ছে, কেউ বুঝুক বা না বুঝুক সবাই শুনবেই।
এত ব্যস্ত এই মানুষ গুলো চুপ করে বসে আছে। একমাত্র নামায ছাড়া এই মানুষ গুলোকে এভাবে একত্র করা সম্ভব নয়।
.....মহান ধর্ম ইসলাম, এমনই এক সিস্টেম করে দিয়েছে, যা কিয়ামতের আগ পর্যন্ত কোন পরিবর্তন হবে না।
সবকিছু বোঝার পরেও যারা ইসলাম কবুল করেনি বা পরিপূর্ন ভাবে ইসলামে প্রবেশ করেনি তাদের জন্য আফসোস। আল্লাহ সবাইকে হেদায়াত দিক।
No comments:
Post a Comment