ভালো হতে পয়সা লাগে না, লাগে ঝাড়ি মিশ্রিত উপদেশ ও দোয়া।
ভবিষ্যৎ মানেই ব্যতিক্রম। আগে থেকে কিছুই বলা যায় না। তারপরেও সবাই অনুমান করে। তবে বেশিরভাগ অনুমানই হয় বিপরীত। বর্তমান কর্মকান্ডের প্রেক্ষিতে ভবিষ্যৎ সম্পর্কে ধারনা করেই বড়রা ছোটদের শাষন করে, উপদেশ দেয় ও তিরষ্কার করে।
শিক্ষকরাও এটাই করে।
তবে যাই করুক ভালোর জন্য করে। তিরস্কার না করে শিক্ষক বা বড়রা চুপ করে থাকলে, ছোটদের সম্পর্কে তাদের অনুমিত অপ্রিয় ভবিষ্যৎ সত্য হতো। কিন্তু/যেহেতু আজ স্যার ঝাড়ি মিশ্রিত দোয়া ও উপদেশ দিয়েই দিলো, ইনশাআল্লাহ, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে স্যারের উৎকন্ঠা ও আশংকা অচিরেই দূর হয়ে যাবে।
ভালো হতে পয়সা লাগে না, লাগে ঝাড়ি মিশ্রিত উপদেশ ও দোয়া। এই জিনিসটা আগের মতো এখন আর পাই না। আভাব বোধ করি।
সপ্তাহে একদিন অন্তত খুবই দরকার।
ভবিষ্যৎ মানেই ব্যতিক্রম। আগে থেকে কিছুই বলা যায় না। তারপরেও সবাই অনুমান করে। তবে বেশিরভাগ অনুমানই হয় বিপরীত। বর্তমান কর্মকান্ডের প্রেক্ষিতে ভবিষ্যৎ সম্পর্কে ধারনা করেই বড়রা ছোটদের শাষন করে, উপদেশ দেয় ও তিরষ্কার করে।
শিক্ষকরাও এটাই করে।
তবে যাই করুক ভালোর জন্য করে। তিরস্কার না করে শিক্ষক বা বড়রা চুপ করে থাকলে, ছোটদের সম্পর্কে তাদের অনুমিত অপ্রিয় ভবিষ্যৎ সত্য হতো। কিন্তু/যেহেতু আজ স্যার ঝাড়ি মিশ্রিত দোয়া ও উপদেশ দিয়েই দিলো, ইনশাআল্লাহ, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে স্যারের উৎকন্ঠা ও আশংকা অচিরেই দূর হয়ে যাবে।
ভালো হতে পয়সা লাগে না, লাগে ঝাড়ি মিশ্রিত উপদেশ ও দোয়া। এই জিনিসটা আগের মতো এখন আর পাই না। আভাব বোধ করি।
সপ্তাহে একদিন অন্তত খুবই দরকার।
No comments:
Post a Comment