চক্ষু বন্ধ করলেই ইদানিং একটা টেবিল দেখতে পাই। চার পা ওয়ালা কাঠের একটা টেবিল।
টেবিলের ওপাশে বসে আছেন এক বা একাধিক গম্ভীর টাইপের মানুষ। যিনি চাকুরী (না) দেবার জন্য একগাদা প্রশ্ন সামনে নিয়ে বসে আছেন। আর আমি এপাশে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁ দিতে দিতে অস্থির। উনি একবার প্রশ্ন করা শুরু করলে, টেবিলের এপাশে আমার হাটু কাঁপা শুরু করবে। (শীতকালে হাটু কাঁপতেই পারে।) glasses emoticon মনে হয় যেন, উঠে দৌড় দিতে পারলে বাঁচি।
মনে মনে ভাবি কেউ যদি টেবিল টা ঘুড়িয়ে দিতো....!!!
টেবিলের ওপাশে বসে আছেন এক বা একাধিক গম্ভীর টাইপের মানুষ। যিনি চাকুরী (না) দেবার জন্য একগাদা প্রশ্ন সামনে নিয়ে বসে আছেন। আর আমি এপাশে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁ দিতে দিতে অস্থির। উনি একবার প্রশ্ন করা শুরু করলে, টেবিলের এপাশে আমার হাটু কাঁপা শুরু করবে। (শীতকালে হাটু কাঁপতেই পারে।) glasses emoticon মনে হয় যেন, উঠে দৌড় দিতে পারলে বাঁচি।
মনে মনে ভাবি কেউ যদি টেবিল টা ঘুড়িয়ে দিতো....!!!
হ্যা, আসলেই.... এই টেবিল যে করে হোক ঘোরাতেই হবে। তবে অন্য কেউ নয়,
নিজেকেই ঘোরাতে হবে। টেবিলের সাথে সাথে ঘুরবে নিজের ভাগ্যের চাকাও।
নিজেকে বসাতে হবে টেবিলের ওপাশে, যেখানে বসে অন্যদের চাকুরী দেওয়া সম্ভব। এপাশে বসে কাঁপা কাঁপি আর না। প্রত্যেককে হতে হবে এক একজন উদ্যোক্তা। নিশ্চিত করতে হবে অন্যের চাকরী, নিজের নয়।
বিঃদ্রঃ এখনো বাংলাদেশে প্রচুউউউউউর ব্যবসায়ের সুযোগ রয়েছে। ক্ষুদ্র আকারে শুরু করলেই হবে।
নিজেকে বসাতে হবে টেবিলের ওপাশে, যেখানে বসে অন্যদের চাকুরী দেওয়া সম্ভব। এপাশে বসে কাঁপা কাঁপি আর না। প্রত্যেককে হতে হবে এক একজন উদ্যোক্তা। নিশ্চিত করতে হবে অন্যের চাকরী, নিজের নয়।
বিঃদ্রঃ এখনো বাংলাদেশে প্রচুউউউউউর ব্যবসায়ের সুযোগ রয়েছে। ক্ষুদ্র আকারে শুরু করলেই হবে।
No comments:
Post a Comment