Wednesday, March 11, 2015

বাসে ঘুমানোর একটা নিয়ম আছে

বাসে ঘুমানোর একটা নিয়ম আছে। যাত্রা দীর্ঘ (১ ঘন্টার বেশি) হলে বাসে ওঠা মাত্রই ঘুমাতে হবে। কন্ট্রাকটারকে টাকা দেবার আগেই। তাহলে টাকার নেবার জন্য কিছুক্ষন পর সে আপনার কাচাঁ ঘুম ভেঙ্গে দিবেই। টাকা দিয়ে আবার ঘুমাবেন। সেই ঘুমটাই হবে শ্রেষ্ঠ ঘুম। wink emoticon ভিন্ন মত থাকতেই পারে। তবে কেউ আমার কাচা ঘুম ভেঙ্গে দিলে আমার পরের ঘুমটা বেশি ভাল হয়।
চড়ুইপাখি রাতে মনেহয় চোখে দেখে না। মিরপুর ১০, বাসে বসে আছি, চাচাতো বোনের বৌভাত খেয়ে জাহাঙ্গীরনগর যাবো। অনেকদিন পর ফুফাতো ভাইদের সাথে দেখা হলো। বড়জনের গাড়িতে করেই এখানে আসলাম। যাই হোক, বাস ছাড়ার আগে জানালা দিয়ে ডানে তাকিয়ে দেখলাম দুইটা পিচ্চি ছোট একটা গাছে উঠছে। সাথে একটা সাদা রঙের বস্তা। বাসের ড্রাইভারের ঝাড়ি খেয়ে গাছ থেকে নেমে গেল। ড্রাইভার আমাকে বললো প্রতিরাতেই এরা এভাবে পাখিগুলো ধরে। সম্ভবত বিক্রয়ের জন্য।
অন্য প্রসঙ্গ, রিকসায় আজ আমার পাশে একজন ভালো মানুষ ছিলো।
কাল সকাল ১০ টায় পরীক্ষা। এটা না থাকলে ভালো হতো। বাধ্য হয়ে এখন ক্যাম্পাসে ফিরে যাচ্ছি।

No comments:

Post a Comment