ইফতারির সময় তিনটা দোয়া কবুল করা হয় জানি। হাদিস কোরআন ঘেটে দেখা হয় নি। আছে হয়তো কোথাও। কিন্তু মানি।
প্রতিদিন ৩ করে ৩০ দিনে ৯০ টি দোয়া কবুল করার কথা। তাই যদি হয় তো খুবই ভালো। কিন্তু মনে না পড়ার কারনেই হোক বা ব্যস্ততার কারনেই হোক, প্রতিদিনই প্রায় একই দোয়া করা হচ্ছে। আল্লাহ যদি কথা দিয়ে থাকেন তো একবার বললেই হবে।
তাই ভাবছি একটা লিষ্ট করবো। তাতে ৯০ টা চাওয়া লেখা থাকবে। ইফতারির সময় প্রতিদিন তিনটি করে বললেই হবে। পহেলা রোজা থেকেই করা উচিত ছিল।
নিজেই তো চাইতে বলেছেন। আর চাওয়ার জায়গাওতো ওই একটাই।
প্রতিদিন ৩ করে ৩০ দিনে ৯০ টি দোয়া কবুল করার কথা। তাই যদি হয় তো খুবই ভালো। কিন্তু মনে না পড়ার কারনেই হোক বা ব্যস্ততার কারনেই হোক, প্রতিদিনই প্রায় একই দোয়া করা হচ্ছে। আল্লাহ যদি কথা দিয়ে থাকেন তো একবার বললেই হবে।
তাই ভাবছি একটা লিষ্ট করবো। তাতে ৯০ টা চাওয়া লেখা থাকবে। ইফতারির সময় প্রতিদিন তিনটি করে বললেই হবে। পহেলা রোজা থেকেই করা উচিত ছিল।
নিজেই তো চাইতে বলেছেন। আর চাওয়ার জায়গাওতো ওই একটাই।
No comments:
Post a Comment