বুখারি শরীফের বর্গাচাষ অধ্যায়ের এই হাদিসটা সম্পর্কে আগে কিছুই জানতাম
না। কুকুর পোষার সিস্টেম। কিন্তু প্রতিদিন এক কিরাত! সেতো অনেক!
২১৭১। মু’আয ইবনু ফাযালা (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি শস্য খেতের
পাহারা কিংবা হিফাযতের উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে কুকুর পোষে,
প্রতিদিন তার নেক আমল থেকে এক কীরাত পরিমান কমতে থাকবে। ইবনু সীরীন ও আবূ
সালিহ্ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
থেকে বর্ণনা করেন। বকরী অথবা ক্ষেতের হিফাযত কিংবা শিকারের উদ্দেশ্য ছাড়া।
আবূ হাযিম (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, শিকার ও পশুর হিফাযত করার কুকুর।
২১৭২ নাম্বার হাদিসটাও এই সম্পর্কিত।
ইনফুঃ যে ব্যক্তি যানাজা পড়ে ও দাফন পর্যন্ত অপেক্ষা করে সে দুই কিরাত সমপরিমান সওয়াব পায়। এক কিরাত ওহুদ পাহাড়ের সমান।
ইনফুঃ যে ব্যক্তি যানাজা পড়ে ও দাফন পর্যন্ত অপেক্ষা করে সে দুই কিরাত সমপরিমান সওয়াব পায়। এক কিরাত ওহুদ পাহাড়ের সমান।
No comments:
Post a Comment