বাতাস যেদিক থেকেই আসুক এই
শার্টের আচরণ এমনই। সে যদি বাতাস
ধরে রাখতে পারে, তো রাখুক।
গরমে এর থেকে ভালো আর কি হতে
পারে..!
,
যাই হোক, আল বেরুনী হলের বাম
পাশের পুকুর থেকে মাছ ধরা
দেখছিলাম। একটা হাড়ি বা বালতি
নিয়ে কাদায় নেমে এভাবে মাছ
ধরার মজাই আলাদা। দাদুবাড়ি বা
ছোট ফুফুর বাড়ি গেলে এই সুযোগ
পেতাম। জীবনে ৪-৫ বার আমিও
ওভাবে হাটু কাদায় নেমে মাছ
ধরেছি। সর্বশেষ ৮-৯ বছর আগে। তবে
পোলো দিয়ে মাছ ধরার সুযোগ
কোনদিনই পাইনি।
,
যাই হোক, আল বেরুনী হলের বাম
পাশের পুকুর থেকে মাছ ধরা
দেখছিলাম। একটা হাড়ি বা বালতি
নিয়ে কাদায় নেমে এভাবে মাছ
ধরার মজাই আলাদা। দাদুবাড়ি বা
ছোট ফুফুর বাড়ি গেলে এই সুযোগ
পেতাম। জীবনে ৪-৫ বার আমিও
ওভাবে হাটু কাদায় নেমে মাছ
ধরেছি। সর্বশেষ ৮-৯ বছর আগে। তবে
পোলো দিয়ে মাছ ধরার সুযোগ
কোনদিনই পাইনি।
No comments:
Post a Comment