Friday, August 5, 2016

বাতাস যেদিক থেকেই আসুক এই
শার্টের আচরণ এমনই। সে যদি বাতাস
ধরে রাখতে পারে, তো রাখুক।
গরমে এর থেকে ভালো আর কি হতে
পারে..!
,
যাই হোক, আল বেরুনী হলের বাম
পাশের পুকুর থেকে মাছ ধরা
দেখছিলাম। একটা হাড়ি বা বালতি
নিয়ে কাদায় নেমে এভাবে মাছ
ধরার মজাই আলাদা। দাদুবাড়ি বা
ছোট ফুফুর বাড়ি গেলে এই সুযোগ
পেতাম। জীবনে ৪-৫ বার আমিও
ওভাবে হাটু কাদায় নেমে মাছ
ধরেছি। সর্বশেষ ৮-৯ বছর আগে। তবে
পোলো দিয়ে মাছ ধরার সুযোগ
কোনদিনই পাইনি।


কুকুর পোষার সিস্টেম

বুখারি শরীফের বর্গাচাষ অধ্যায়ের এই হাদিসটা সম্পর্কে আগে কিছুই জানতাম না। কুকুর পোষার সিস্টেম। কিন্তু প্রতিদিন এক কিরাত! সেতো অনেক!

২১৭১। মু’আয ইবনু ফাযালা (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি শস্য খেতের পাহারা কিংবা হিফাযতের উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে কুকুর পোষে, প্রতিদিন তার নেক আমল থেকে এক কীরাত পরিমান কমতে থাকবে। ইবনু সীরীন ও আবূ সালিহ্‌ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। বকরী অথবা ক্ষেতের হিফাযত কিংবা শিকারের উদ্দেশ্য ছাড়া। আবূ হাযিম (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, শিকার ও পশুর হিফাযত করার কুকুর।

২১৭২ নাম্বার হাদিসটাও এই সম্পর্কিত।
ইনফুঃ যে ব্যক্তি যানাজা পড়ে ও দাফন পর্যন্ত অপেক্ষা করে সে দুই কিরাত সমপরিমান সওয়াব পায়। এক কিরাত ওহুদ পাহাড়ের সমান।

ছাড়পোকা

একটু দেরি হয়ে গেল। অনেকে চলে গিয়েছে। তবুও বলছি...
,
ছাড়পোকা আমাদের অনাকাঙ্খিত অতিথি। আমরা ছাড়পোকাকে অনেক ভয় পাই। জীবের খাদ্য তালিকায় যত খাদ্য আছে তার মধ্যে অন্যতম দামি খাবার এরা খায়। আমাদের রক্ত। :'( তাও আবার আমাদের বেডে শুয়েই। :'(
,
তাই বলছি যে, কই আছে আর কই নেই, তা না দেখে, এই বিশাল ছুটিতে যারাই তাদের সঙ্গ ত্যাগ করছেন, চিরদিনের জন্য করুন। হল ছাড়ার আগে নিজের বেড রোদে দিয়ে পারেন, পরিষ্কার করে পারেন বা আয়রন করে পারেন, অন্তত এটা নিশ্চিত করুন যেন এসে দেখেন তারা আর নেই বা জীবিত নেই।। ইন্না...
,
আমার বিশ্বাস, বেড কিছুদিন ফাকা থাকলে খাদ্যের অভাবে তারা ইন্তেকাল করবে অথবা বেড, রুম, ও পরবর্তিতে হলও ত্যাগ করবে। তবে ট্রান্সপোর্পের দিকে গেলে আমি কিছু জানি না।

সূরা হিজর

অতি গুরুত্বপূর্ণ একটা সূরা। প্রচুর তথ্য আছে এখানে। সেই সাথে উপদেশ আর হুমকি। মোট আয়াত ৯৯। আমি অনুরোধ করবো আপনাদেরও পড়ার জন্য। বাংলা পড়ুন, জানুন। এটাই পৃথিবীর ইতিহাস, আসমানি সিদ্ধান্ত। পড়লে আরো জানতে পারবেন মানুষ ও জ্বীন সৃষ্টি, তিনটি জাতি ধ্বংসের কাহিনী, শয়তান ও আল্লাহর কথোপকথন।
কিছু গুরুত্বপূর্ণ আয়াতঃ
,
৯। নিশ্চই আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি নিজেই এর সংরক্ষণ করবো।
১৮। যখন কোন শয়তান আকাশে আড়ি পাতে তখন উজ্জ্বল অগ্নি শিখা তাকে ধাওয়া করে। (এতদিন জানতাম ওগুলো জ্বীন দৌড়াচ্ছে) :-D
,
২১। আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার আছে। তা হতে নির্দিষ্ট পরিমানে সরবরাহ করি।
২৬। মানুষকে পঁচা কাদা থেকে তৈরী করেছি।
২৭। জ্বীন সৃষ্টি করেছি অতি উত্তপ্ত বায়ুর আগুন থেকে।
২৮-৩০। আল্লাহ ও ফেরেশতাদের কথোপকথন, মানুষ সৃষ্টি নিয়ে, সিজদার আদেশ।
৩১। ইবলীস অস্বীকার করলো
৩২। আল্লাহ বললো, Why....??
৩৩। ইবলীসের উত্তর...পঁচা কাদা হতে....
৩৪। আল্লাহ বললেন, বের হয়ে যাও, তুমি অভিশপ্ত।
৩৯। শয়তানের শপথ, সবাইকে পথভ্রষ্ট করবে
৪০। খাটি বান্দা ছাড়া
,
৫১-৬০। ইব্রহীম আঃ কে সন্তান প্রদান প্রসঙ্গে, জাতির পিতার ও ফেরেশতাদের কথোপকথন।
,
৬১-৭৬। সমকামিকার কারণে লুত আঃ এর এলাকাবাসীদের ধ্বংস করতে ফেরেশতাদের আগমন প্রসঙ্গ।
৭৪। সেই জনপদকে উল্টে দিলাম ও পাথর বর্ষন করলাম।
,
৭৮। আইকাবাসী জালিম ছিল, প্রতশোধ নিয়েছি।
৮০-৮৩। হিজরবাসীও রাসূলদের মিথ্যা বলেছি, তারা পাহাড় কেটে ঘর বানাতো। তাদেরও নিশ্চিহ্ন করেছি। ভোরে মহানাদ তাদের পাকড়াও করেছিলো।
,
৮৭। আমি আপনাকে সাত আয়াত ও কোরআন দিয়েছি।
৯৪। যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন।
৯৯। মৃত্যুর আগ পর্যন্ত রবের ইবাদত করুন।
একটা তাফসীর থেকে বিস্তারিত পড়ার অনুরোধ রইলো। দোয়া করবেন।

‪#‎সূরা_হিজর‬

ইফতারির সময় তিনটা দোয়া

ইফতারির সময় তিনটা দোয়া কবুল করা হয় জানি। হাদিস কোরআন ঘেটে দেখা হয় নি। আছে হয়তো কোথাও। কিন্তু মানি।

প্রতিদিন ৩ করে ৩০ দিনে ৯০ টি দোয়া কবুল করার কথা। তাই যদি হয় তো খুবই ভালো। কিন্তু মনে না পড়ার কারনেই হোক বা ব্যস্ততার কারনেই হোক, প্রতিদিনই প্রায় একই দোয়া করা হচ্ছে। আল্লাহ যদি কথা দিয়ে থাকেন তো একবার বললেই হবে।

তাই ভাবছি একটা লিষ্ট করবো। তাতে ৯০ টা চাওয়া লেখা থাকবে। ইফতারির সময় প্রতিদিন তিনটি করে বললেই হবে। পহেলা রোজা থেকেই করা উচিত ছিল।
নিজেই তো চাইতে বলেছেন। আর চাওয়ার জায়গাওতো ওই একটাই।

বনী ইসরাঈল

Got one of the most important ayats of the Holy Quran

 

১৩.) প্রত্যেক মানুষের ভাল-মন্দ কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি১৪ এবং কিয়ামতের দিন তার জন্য বের করবো একটি লিখন, যাকে সে খোলা কিতাবের আকারে পাবে।
১৪.) পড়ো, নিজের আমলনামা, আজ নিজের হিসেব করার জন্য তুমি নিজেই যথেষ্ট।

সূরা বনী ইসরাঈল।
আপনি চাইলেই পারেন সূরার নাম আর আয়াত নাম্বারটা মুখস্ত করে রাখতে।

সূরা কাহফ, মোট আয়াত ১১০,

১-৮ আয়াতে যথাক্রমে, কোরআন, মু'মিন, কাফের, কাফেরদের আচরণে মহানবীর মানষিক অবস্থা ও প্রথিবী সম্পর্কে বলা হয়েছে।
,
৯-২৬ আসহাবে কাহফের ঘটনার বিস্তারিত বর্ননা।
,
২৭-৩১ কয়েকটা আদেশ, অমান্যকারীদের জন্য জাহান্নাম ও বর্ননা, মান্যকারীদের জন্য জান্নাত ও তার বর্ননা।
,
৩২-৪৪ দুই ব্যক্তির উদাহারন, একজন অকৃতজ্ঞ ধনী, অন্যজন কৃতজ্ঞ গরীব, ও তাদের পরিনতি।
,
৪৫-৫৯ দুনিয়ার জীবনের তাৎপর্য, কেয়ামতের দিনের কর্মকান্ড, আদমকে সিজদা প্রসঙ্গ, ইবলীস, কাফেরদের আচরণ ও শাস্তি প্রসঙ্গ।
,
৬০-৮২ হযরত মূসা ও খিযির (আঃ) এর সেই কাহিনী। ভাজা মাছ নদীর মধ্যে দৌড়, নৌকা ছিদ্র করণ, বালক হত্যা ও দেওয়াল মেরামত প্রসঙ্গ।
,
৮৩-১০০ জুলকারনাইন ও ইয়াজুজ-মাজুজের-৯৪, বিস্তারিত ঘটনা, প্রাচীর নির্মান।
,
১০১-১০৬ জাহান্নামীদের পরিচয়
১০৭-১০৮ জান্নাতীদের পরিচয়
১০৯ বিখ্যাত আয়াত। সমুদ্র+আরো সমপরিমান সমুদ্র কালি করে আল্লাহর কথা লেখা হলেও কালি শেষ হবে কিন্তু আল্লাহর গুনাবলী শেষ হবে না।
,
১১০ সৎকাজ কর, আল্লাহর সাথে কাউকে শরীক করো না।

ঈদের জন্য দামি পোশাক

ঈদের জন্য দামি পোশাক কেনার সময় একটু সতর্ক থাকবেন।
,
"অপব্যয়কারী শয়তানের ভাই" জানতাম। কিন্তু এটা হাদিস না কোরআনের আয়াত জানতাম না। ক'দিন আগে দেখলাম সূরা বনী ইসরাঈলের ২৬ নাম্বার আয়াতে সরাসরি আদেশ করাঃ
,
"নিকট আত্নীয়কে তার হক দাও,
মিসকিন ও পথিকদেরকেও তাদের হক দাও,
অপব্যয় থেকে বিরত থাকো"
,
২৭ নাম্বার আয়াতে লেখাঃ
"নিশ্চই অপব্যয়কারী শয়তানের ভাই.....শয়তান অকৃতজ্ঞ।"
,
তাই এ ব্যাপারে সাবধান। আর চাইলেই আয়াত নাম্বার মুখস্ত করে রাখতে পারেন। সারাজীবনের সম্পদ।

স্বপ্ন তো খুবই বিপদজনক

ঘুমালেই স্বপ্ন দেখি, হোক সে রাতে বা দিনে। দিক বিদিকের স্বপ্ন। স্বপ্নগুলোর ব্যাখ্যা জানার জন্য মরিয়া হয়ে উঠলাম। পিসি হাতড়ে তিনটা পিডিএফ পেলাম। এর মধ্যে আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা বাদ। বাকি দুইটা আসল জিনিস।
আল্লামা মুহাম্মাদ ইবনে সীরীন (রঃ) র বইটা আমার আশা পূরন করবে সে আশাই করছি। ১৫০+ পৃষ্ঠা এই বইয়ের। তবে তার আগে আরেকটা বইয়ের মাধ্যমে জানতে পারলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
আপাততো এতটুকু মনে রাখা দরকার।
,
১। ভুলেও কোনদিন এমন স্বপ্নের কথা বলবেন না যা আপনি দেখেননি। সিরিয়াস।
২। ভালো স্বপ্ন দেখলে ভালো মানুষদের কাছে বলবেন। শত্রু বা খারাপ মানুষের কাছে বলবেন না।
৩। খারাপ স্বপ্ন দেখলে শুধুমাত্র যারা শুভাকাঙ্খী ও কোরআন হাদিসের জ্ঞান রাখে তাদের কাছে বলবেন। নইলে বিপদ। বড় বিপদ।

৩০ নাম্বার রোজা

রোজা ২৯ টা হতে পারে বা হবে কিনা, এটা নিয়ে সমাজে আলোচনা ও প্রশ্ন শুনতে শুনতে এখন মনে হচ্ছে ৩০ নাম্বার রোজাটাই বোনাস হিসাবে পেয়েছি।
তবে যাই হোক, এই পবিত্র মাস যতক্ষন থাকবে ততোক্ষনই ভালো।

সাতক্ষীরা

একদিনে পুরা সাতক্ষীরা। ;-) কাল যাবো পিরোজপুর। :-)
 
মিল্কি আইসক্রিম কোম্পানির গাড়িতে করে যাচ্ছি সাতক্ষীরা ভ্রমণে। আমার কাজ প্রকৃতি দেখা আর এলাকা চেনা। বাংলাদেশ অনেক সুন্দর। এদিকে প্রচুর ফাকা যায়গা। কিছুদূর পরপর কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান। কিছু জায়গার নাম মনে রাখা দরকার।
 
শুরু খুলনা থেকে...
নতুন রাস্তা
হযরত খানজাহান আলি সিটি
রায়ের মহল
টুটুল নগর
উত্তরণ সৃতিসৌধে
জিরোপয়েন্ট
খুলনা পল্লী বিদ্যুত
প্রগতি মাধ্যমিক বিদ্যালয়
গুটিদিয়া, ডুমুরিয়া
চুকনগর
পাটকেলঘাটা

সাতক্ষীরা....কদমতলা বাজার, কলারোয়া উপজেলা, কাজিরহাট, খোর্দ্দহাট, ত্রিমোহনী, কেশরপুর, ব্রজবাক্সা, মাধবকাটি, ভাড়ুখালি, মাহমুদপুর, আলিপুর বাজার, ভোমড়া রোড
ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার
সুলতানপুর বাজার.... আরো অনেক....




পিরোজপুর ভ্রমণ

বলা যায় এটা একটা লং ড্রাইভ। আজ ঘুরলাম পুরো পিরোজপুর। হ্যা, প্রায় পুরোটাই। অলিগলি সহ প্রায় প্রতিটা গ্রাম।
এই এলাকা অনেক বেশি সুন্দর। না দেখলে বোঝা যাবে না। মনোমুগ্ধকর পরিবেশ। এদিকের মেয়েগুলো অনেক বেশি সুন্দর। আল্লাহ যেন এদের রুপ ঢেলে দিয়েছে। তেমনই সুন্দর গ্রামগুলো। রোডের দু পাশেই আগামাথা লম্বা খাল। তার ওপাশেই বাড়িগুলো। কোন বাড়িতে যেতে হলেই সাকো বা ব্রীজ। যাদের অনেক টাকা আছে ব্রীজ বানিয়েছে, যাদের কম তারা সাকো বানিয়ে পার হয়। আর সরকারি লোকের বাড়ি যেতে হলে হয়তো ...কনক্রিটের তারে খাম্বার সাকো পার হতে হয়। :-P
এসি গাড়ি, ভিতরে আড্ডবাজি আর বাইরে বৃষ্টি। কিছুক্ষন পরপর নামি, খাই, আর এলাকা দেখি। ওই এলাকার লোকেদের মনে হয় ওসুখ কম হয়। এতো সুন্দর বাতাস আর এমন পরিবেশ, বুক ভরে শ্বাস নিলেই তো পরান ঠান্ডা হয়ে যায়।
চিকনা চিকনা সুপারি গাছ এতো লম্বা ক্যামনে হয়? আবার মানুষ নাকি ওর মাথায় ওঠে, কাত হয়ে পড়েও না। রাস্তার দুপাশের অন্য গাছগুলো একেবারে রাস্তা ঢেকে রেখেছে। যাই হোক, বর্ননা লিখলে সহজে শেষ হবে না।
এক কথায় সুবহানাল্লাহ। এদিকে আবার আসবো ইনশাআল্লাহ।


ছবিতে একটা টোপলা আছে। ওর ভিতর ২৫ টা ১ টাকার কয়েন। টোপলা বানিয়ে লেনদেন হয় ওদিকে। আরো কয়েকা টোপলা দেখলাম। তাতে ৫ টাকার ১০০ টা কয়েন। মানে ৫০০ টাকার থলে। আগের স্টাইল। ৫০০ টাকার নোট না দিয়ে ওর ১ টোপলা ধরিয়ে দেয়। সবকিছুতেই মজা।
কিছু যায়গার নাম সিরিয়ালি লিখে রাখলাম। পরে কাজে লাগবে। আমরা ছিলাম তিন জন।
নতুনরাস্তা, খুলনা থেকে যাত্রা শুরু।

রুপসা ব্রীজ পার হয়ে ডানে, বায়ে, অতপর বাগেরহাট সী ফুড এবং আরো সামনে
বাগেরহাট...সেখানে...
ষাট গম্বুজ মসজীদ, খানজাহান আলী মাজার, বাগেরহাট ডিগ্রী কলেজ, আদালত, বাগেরহাট জেলা কারাগার, বৈটপুর মমিন উদ্দিন প্রাঃ বিদ্যালয়...

পিরোজপুর এখনো ১৮ কিমি
বরিশাল এখন থেকে ৮৫কিমি


পিরোজপুরের কিছু এলাকা...
ফতেরপুর, সাইনবোর্ড বাজার, কচুয়া, বাধল বাজার, মহেশপুর, তেজকাঠি, চলিশা বাজার, চুঙ্গাপাশা বাজার, শ্রীরামকাঠি, নাজিরহাট, কালিবাড়ি
কবিরাজবাড়ি, হযরত শাহজালাল হোটেল, উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, রাজারহাট....


আরো অনেক এলাকা। একটারওতো নাম জানতাম না। সাইনবোর্ডে যে কটা চোখে পড়লো আর যা মনে আছে...
নিরাপদেই পৌছলাম বাসায়। ট্যাংক রোড, খুলনা। আলহামদুলিল্লাহ।।
আরো ধন্যবাদ, ভাইকে, ভাইকে আর কোম্পানির গাড়িকে। :-)





End of 7th semester

End of 7th semester


আর বাকি আছে মাত্র ১ টা সেমিস্টার। এখনো ভাইভা জয় করতে পারলাম না। খুবই আফসোস।
শুধু এটুকু বলি যে টিচারদের শ্রম বৃথা যায়নি।যা শিখেছি অনেক। এখন হয়তো জোর দিয়ে কিছু বলতে পারছি না। তবে শীঘ্রই তারা আমাদের মুখে হাসি দেখতে পাবে আসা করছি।
Done 7th semester
#Marketing
#JU