Friday, August 22, 2014

একেই বলে স্ত্রীর চাহিদা মেটানো....

জাতির ভালোর জন্য তাকে তিনটি দোয়া সেখানো হইইলো। সে যা চাইবে তাই পাইবে।
মহানন্দে বাড়ি আসিয়া স্ত্রীকে বলা মাত্রই স্ত্রীর আবদার, তার জন্য মাত্র একটা দোয়া করে জাতির জন্য বাকি দুইটা রাখা হোক।
কি আর করা। বাসূস সাহেব দোয়া করলেন স্ত্রীর চাহিদাননুযায়ী তাকে গোত্রের শ্রেষ্ঠ সুন্দরী করা হোক। তাই করা হলো।
.......এবার জাতির জন্য দোয়া করার পালা।
কিছুদিন যেতে না যেতেই বাসূস সাহেব বুঝতে পারলেন স্ত্রী সুন্দরী হইয়া এখন তাকে অবহেলা করিতেছে।
জাতির জন্য কি আর দোয়া করিবে, রাগে ফস ফস করিতে করিতে আবার দোয়া করিলেন যেন স্ত্রীকে কুকুর বানানো হয়।
......তাহাই হইলো।
বাকি থাকলো জাতির জন্য আর মাত্র একটি দোয়া।
কি করিবে কি করিবে বুঝিতে না বুঝিতেই আত্নীয় স্বজন ও ছেলে-মেয়েরা বলিলো স্ত্রীকে আগের রুপে ফেরানোর জন্য দোয়া করা হোক।
ব্যাস....জাতির জন্য রাখা সর্বশেষ দোয়াটি তিনি করিলেন, যেন স্ত্রীর প্রথম রুপ ফিরিয়ে দেওয়া হোক।
তাই হইলো। স্ত্রী যেমন ছিলো তেমনই রইলো, তিনটি দোয়া শেষ হইলো। অভাগা জাতির জন্য কোন দোয়া রইলো না, কোন উন্নতিও হইলো না।
(একেই বলে স্ত্রীর চাহিদা মেটানো। যা কখনোই সম্ভব নয়। একূলও যাবে ওকূলও যাবে। কোন দাবী মেটানোর আগে কমপক্ষে ১০ বার ভাববেন। )
ঘটনাটি পেলাম সূরা আরাফের ১৭৬ নং আয়াতের তাফসীর পড়তে গিয়ে। ইবনে আব্বাস (রাঃ) হতে বর্নীত বনী ইসরাঈলের বাসূস নামক এক ব্যক্তির ঘটনা।
আপনারাও পড়ুন, অনেক কিছুই জানতে পারবেন। এমন ঐতিহাসিক বহু ঘটনায় ভরপুর মহাগ্রন্থ আল কোরআন, হাদীস ও ইসলামের ইতিহাস।

Monday, August 11, 2014

আম্মু

যে আম্মু সবকিছুতে এতো কঠোর ছিলো, একটুতে একটু হলেই প্রচুর মারতো, পুকুরে গোসল করে আসতে একটু দেরি হলেই আবার নিয়ে গিয়ে চুবাতো, ঘরে এনে খাটের সাথে বেঁধে রাখতো, একটার পর একটা লাঠি আমার পিঠে ভাংতো..... আজ তাকে দেখলে বড্ড অসহায় মনে হয়। তার এতো রাগ, এতো যেদ কোথায় গেল?
......মনে হয় একেই আমরা বলি বার্ধক্য।
এখন ফোনে কথা বললেই তার কন্ঠটা ভারি ভারি লাগে, মনে হয় এই যেন কেঁদে দিলো, এই যে বাড়িতে গেলাম, পুরোটা সময়ই সে অস্থির ছিলো। কোনটা রেখে কোনটা খেতে দিবে, আমার জন্য কি করবে না করবে তাই নিয়ে যত চিন্তা। সবকিছু সামনে রেখে আমার চোখের দিকে তাকিয়ে থাকে আমার মন কোনটায় সায় দেয় তা দেখার জন্য।
.....আগে তো ঝাড়ি দিয়ে খাওয়াতো, তাহলে এখন কেন এমন করে? তার কি আত্নবিশ্বাস কমে গেছে? নাকি আমাদের মতামতকে প্রাধান্য দিচ্ছে?
সে যাই করুক, সবসময় সবটাই করে আমাদের ভালোর জন্য।
আগে তিনি জোরে কথা বললে আমরা ভয় পেতাম, আর এখন আমরা কেউ একটু জোরে কথা বললেই সে লুকিয়ে কাঁদে। মানুষ পরিবর্তনশীল। মন মানষিকতা, আচার ব্যবহার সবই পরিবর্তনশীল।
.....আল্লাহর কাছে দোয়া করবো এই বলে, যে দিন আব্বু-আম্মু আমাদের কোন কথায় কষ্ট পাবে, তার আগের দিন যেন আল্লাহ আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নেয়।