জাতির ভালোর জন্য তাকে তিনটি দোয়া সেখানো হইইলো। সে যা চাইবে তাই পাইবে।
মহানন্দে বাড়ি আসিয়া স্ত্রীকে বলা মাত্রই স্ত্রীর আবদার, তার জন্য মাত্র একটা দোয়া করে জাতির জন্য বাকি দুইটা রাখা হোক।
কি আর করা। বাসূস সাহেব দোয়া করলেন স্ত্রীর চাহিদাননুযায়ী তাকে গোত্রের শ্রেষ্ঠ সুন্দরী করা হোক। তাই করা হলো।
.......এবার জাতির জন্য দোয়া করার পালা।
কিছুদিন যেতে না যেতেই বাসূস সাহেব বুঝতে পারলেন স্ত্রী সুন্দরী হইয়া এখন তাকে অবহেলা করিতেছে।
জাতির জন্য কি আর দোয়া করিবে, রাগে ফস ফস করিতে করিতে আবার দোয়া করিলেন যেন স্ত্রীকে কুকুর বানানো হয়।
......তাহাই হইলো।
বাকি থাকলো জাতির জন্য আর মাত্র একটি দোয়া।
কি করিবে কি করিবে বুঝিতে না বুঝিতেই আত্নীয় স্বজন ও ছেলে-মেয়েরা বলিলো স্ত্রীকে আগের রুপে ফেরানোর জন্য দোয়া করা হোক।
ব্যাস....জাতির জন্য রাখা সর্বশেষ দোয়াটি তিনি করিলেন, যেন স্ত্রীর প্রথম রুপ ফিরিয়ে দেওয়া হোক।
তাই হইলো। স্ত্রী যেমন ছিলো তেমনই রইলো, তিনটি দোয়া শেষ হইলো। অভাগা জাতির জন্য কোন দোয়া রইলো না, কোন উন্নতিও হইলো না।
মহানন্দে বাড়ি আসিয়া স্ত্রীকে বলা মাত্রই স্ত্রীর আবদার, তার জন্য মাত্র একটা দোয়া করে জাতির জন্য বাকি দুইটা রাখা হোক।
কি আর করা। বাসূস সাহেব দোয়া করলেন স্ত্রীর চাহিদাননুযায়ী তাকে গোত্রের শ্রেষ্ঠ সুন্দরী করা হোক। তাই করা হলো।
.......এবার জাতির জন্য দোয়া করার পালা।
কিছুদিন যেতে না যেতেই বাসূস সাহেব বুঝতে পারলেন স্ত্রী সুন্দরী হইয়া এখন তাকে অবহেলা করিতেছে।
জাতির জন্য কি আর দোয়া করিবে, রাগে ফস ফস করিতে করিতে আবার দোয়া করিলেন যেন স্ত্রীকে কুকুর বানানো হয়।
......তাহাই হইলো।
বাকি থাকলো জাতির জন্য আর মাত্র একটি দোয়া।
কি করিবে কি করিবে বুঝিতে না বুঝিতেই আত্নীয় স্বজন ও ছেলে-মেয়েরা বলিলো স্ত্রীকে আগের রুপে ফেরানোর জন্য দোয়া করা হোক।
ব্যাস....জাতির জন্য রাখা সর্বশেষ দোয়াটি তিনি করিলেন, যেন স্ত্রীর প্রথম রুপ ফিরিয়ে দেওয়া হোক।
তাই হইলো। স্ত্রী যেমন ছিলো তেমনই রইলো, তিনটি দোয়া শেষ হইলো। অভাগা জাতির জন্য কোন দোয়া রইলো না, কোন উন্নতিও হইলো না।
(একেই বলে স্ত্রীর চাহিদা মেটানো। যা কখনোই সম্ভব নয়। একূলও যাবে ওকূলও যাবে। কোন দাবী মেটানোর আগে কমপক্ষে ১০ বার ভাববেন। )
ঘটনাটি পেলাম সূরা আরাফের ১৭৬ নং আয়াতের তাফসীর পড়তে গিয়ে। ইবনে আব্বাস (রাঃ) হতে বর্নীত বনী ইসরাঈলের বাসূস নামক এক ব্যক্তির ঘটনা।
আপনারাও পড়ুন, অনেক কিছুই জানতে পারবেন। এমন ঐতিহাসিক বহু ঘটনায় ভরপুর মহাগ্রন্থ আল কোরআন, হাদীস ও ইসলামের ইতিহাস।
No comments:
Post a Comment