জীবনে বহুত টিকিট কেটেছিলাম। কিন্তু কোনদিন কিছু পাই নাই। বহুত বললে ভুলই হবে। বাধ্যতা মূলক ভাবে যা কিনেছি আরকি।
সে যাই হোক।
এবার ক্যারিয়ার ক্লাবের একজন সৌভাগ্যবান সদস্য হিসাবে গিয়েছিলাম গাজিপুর সাফারি পার্কের পিকনিকে। বাসে যাবার সময় কোষাধ্যক্ষ মেহেদি ভাই কোষ বৃদ্ধি করার জন্য সবার কাছে লটারির টিকিট বিক্রি করছে বড় পুরস্কারের লোভ দেখিয়ে। প্রতি টিকিট ১০ টাকা। তাও আবার কমপক্ষে ২ টা কেনা বাধ্যতামূলক।
কি আর করা। বাধ্য হয়েই ২টা কিনলাম। মনে হচ্ছিলো না কেনাটাই বুঝি সার্থকতা। আমার নাম্বার গুলো ১০৬ আর ১০৭। নিয়ে পকেটে রেখে দিলাম। জানি আগের মতোই কপালে কিছু নাই। তাই আগ্রহ কম।
সারাদিন ভরপুর ঘুরে মজামাস্তি করে শেষ বিকেলে ফেরার জন্য বাসে উঠলাম। বাস ছাড়ার কিছুক্ষন পর লটারির ড্র। শেষ দিকের প্রথম ৬ জনকে ৬ টা চকলেট সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো। এরপর ১২ থেকে শুরু করে ১ পর্যন্ত ডাকা হলো। ৫ নাম্বারে যে কুপন টা উঠালো সেটা ১০৬ নাম্বার। তার মানে আমার। জীবনে এই প্রথম কোন পিকনিকের লটারিতে কিছু পেলাম। পুরস্কার টা ছিলো একটা বডি স্প্রে। টোকেন উঠানোর আগে পুরস্কারের নাম সহ উপকারিতা বর্ননা করা হলো। সেই সাথে এও ঘোষনা করা হলো যে, যার ভাগ্যে এই পুরস্কার আছে, তারই বুঝি এটা সবচেয়ে বেশি দরকার।
আমার ভাগ্যেই পড়লো। আলহামদুলিল্লাহ। অবশ্যই দরকার ছিলো। মিলেও গেল। grin emoticon
৪ নাম্বার লটারির পুরস্কার কে যেন পেল। মনে নেই। ৩ নাম্বার পুরস্কার একটা সুন্দর প্যাড। এবারো ঘোষনা করা হলো যে বেশি লেখালেখি করে তার ভাগ্যেই এটা আছে। উঠলো ১০৭। এটাও আমার। অন্যদের চেয়ে বেশি আশ্চর্য আমি। কারন আমি এখন একসাথে এরকম দুটো পুরস্কারের মালিক। ক্যামনে কি। ওয়াও। লুল। লুল ইন মাইন্ড ফুল অন ফেস। grin emoticon
আসলে এটাও আমার দরকার ছিলো। grin emoticon লেখি তো আর কম না। unsure emoticon
এই সময় মনে হচ্ছিলো শালার তখন কেন যে আরো কয়েটা টিকিট কিনলাম না। দুইটা কিনছিলাম দুইটাই পাইছি। ভাগ্যের প্রতি বিশ্বাস আমার বেড়ে গেছে। এরপর যতোগুলো পুরস্কার ততোগুলোই কিনবো। confused emoticon (অসম্ভব)
এতে গেল টাকা দিয়ে কেনা লটারির কাহিনী। ফ্রী লটারিতে কিছু না পেলে 'সুন্দর ভাগ্যের' সন্মান থাকার কথা না।
ফান বক্সে কতো রকমের ঢংয়ের কাহিনী। কাগজে লেখা নির্দেশ যার হাতে যেটা উঠবে তার সেটা পালন করতে হবে। এর মধ্যে আছে গান, ছড়া, প্রশ্ন, মনের কথার বহিপ্রকাশ.....। এদের মধ্যে আবার তিনজন পাবেন পুরস্কার। যাদের হাতে ড্যান্স করার আদেশ সূচক লটারি উঠবে। ২য় টা পেলাম আমি। একটা ডাভ শ্যাম্পু। মিনিপ্যাক। heart emoticon
এখন নাচতে হবে। এদেশের রাস্তায় চলন্ত বাসের ভিতর দাড়িয়ে থাকলে নাচার জন্য কষ্ট করতে হয় না। বাসের সাথে তাল মিলালেই হয়। তারপরেও আমার সাথে যায় না। ছোট ভাইগুলারে বললাম গান ধরতে। সেই সাথে কয়েকটা ঝাকি ঝুকি দিয়ে পার পেলাম। কি সাংঘাতিক রে বাবা.!.!.!.!.
এতগুলো লোকের মাঝে একাই তিনটা পুরস্কার। ভালোই তো। মনে হচ্ছে কপাল খুলে গেছে। আবার মনে হচ্ছে কে যেন বলছে, "এটা হচ্ছে মরার আগে শেষ সুযোগ। ভালো হয়ে যা। দেখলি তো? সৌভাগ্য তোর সাথেই আছে।"
।।
ধন্যবাদ, পেসিডেন্ট মাসুদ রেজা ভাই। ফিনানশিয়াল সেক্রেটারি মেহেদি ভাই। জেনারেল সেক্রেটারি নাইম ভাই।
আরো ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সকল সদস্যদের।
সে যাই হোক।
এবার ক্যারিয়ার ক্লাবের একজন সৌভাগ্যবান সদস্য হিসাবে গিয়েছিলাম গাজিপুর সাফারি পার্কের পিকনিকে। বাসে যাবার সময় কোষাধ্যক্ষ মেহেদি ভাই কোষ বৃদ্ধি করার জন্য সবার কাছে লটারির টিকিট বিক্রি করছে বড় পুরস্কারের লোভ দেখিয়ে। প্রতি টিকিট ১০ টাকা। তাও আবার কমপক্ষে ২ টা কেনা বাধ্যতামূলক।
কি আর করা। বাধ্য হয়েই ২টা কিনলাম। মনে হচ্ছিলো না কেনাটাই বুঝি সার্থকতা। আমার নাম্বার গুলো ১০৬ আর ১০৭। নিয়ে পকেটে রেখে দিলাম। জানি আগের মতোই কপালে কিছু নাই। তাই আগ্রহ কম।
সারাদিন ভরপুর ঘুরে মজামাস্তি করে শেষ বিকেলে ফেরার জন্য বাসে উঠলাম। বাস ছাড়ার কিছুক্ষন পর লটারির ড্র। শেষ দিকের প্রথম ৬ জনকে ৬ টা চকলেট সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো। এরপর ১২ থেকে শুরু করে ১ পর্যন্ত ডাকা হলো। ৫ নাম্বারে যে কুপন টা উঠালো সেটা ১০৬ নাম্বার। তার মানে আমার। জীবনে এই প্রথম কোন পিকনিকের লটারিতে কিছু পেলাম। পুরস্কার টা ছিলো একটা বডি স্প্রে। টোকেন উঠানোর আগে পুরস্কারের নাম সহ উপকারিতা বর্ননা করা হলো। সেই সাথে এও ঘোষনা করা হলো যে, যার ভাগ্যে এই পুরস্কার আছে, তারই বুঝি এটা সবচেয়ে বেশি দরকার।
আমার ভাগ্যেই পড়লো। আলহামদুলিল্লাহ। অবশ্যই দরকার ছিলো। মিলেও গেল। grin emoticon
৪ নাম্বার লটারির পুরস্কার কে যেন পেল। মনে নেই। ৩ নাম্বার পুরস্কার একটা সুন্দর প্যাড। এবারো ঘোষনা করা হলো যে বেশি লেখালেখি করে তার ভাগ্যেই এটা আছে। উঠলো ১০৭। এটাও আমার। অন্যদের চেয়ে বেশি আশ্চর্য আমি। কারন আমি এখন একসাথে এরকম দুটো পুরস্কারের মালিক। ক্যামনে কি। ওয়াও। লুল। লুল ইন মাইন্ড ফুল অন ফেস। grin emoticon
আসলে এটাও আমার দরকার ছিলো। grin emoticon লেখি তো আর কম না। unsure emoticon
এই সময় মনে হচ্ছিলো শালার তখন কেন যে আরো কয়েটা টিকিট কিনলাম না। দুইটা কিনছিলাম দুইটাই পাইছি। ভাগ্যের প্রতি বিশ্বাস আমার বেড়ে গেছে। এরপর যতোগুলো পুরস্কার ততোগুলোই কিনবো। confused emoticon (অসম্ভব)
এতে গেল টাকা দিয়ে কেনা লটারির কাহিনী। ফ্রী লটারিতে কিছু না পেলে 'সুন্দর ভাগ্যের' সন্মান থাকার কথা না।
ফান বক্সে কতো রকমের ঢংয়ের কাহিনী। কাগজে লেখা নির্দেশ যার হাতে যেটা উঠবে তার সেটা পালন করতে হবে। এর মধ্যে আছে গান, ছড়া, প্রশ্ন, মনের কথার বহিপ্রকাশ.....। এদের মধ্যে আবার তিনজন পাবেন পুরস্কার। যাদের হাতে ড্যান্স করার আদেশ সূচক লটারি উঠবে। ২য় টা পেলাম আমি। একটা ডাভ শ্যাম্পু। মিনিপ্যাক। heart emoticon
এখন নাচতে হবে। এদেশের রাস্তায় চলন্ত বাসের ভিতর দাড়িয়ে থাকলে নাচার জন্য কষ্ট করতে হয় না। বাসের সাথে তাল মিলালেই হয়। তারপরেও আমার সাথে যায় না। ছোট ভাইগুলারে বললাম গান ধরতে। সেই সাথে কয়েকটা ঝাকি ঝুকি দিয়ে পার পেলাম। কি সাংঘাতিক রে বাবা.!.!.!.!.
এতগুলো লোকের মাঝে একাই তিনটা পুরস্কার। ভালোই তো। মনে হচ্ছে কপাল খুলে গেছে। আবার মনে হচ্ছে কে যেন বলছে, "এটা হচ্ছে মরার আগে শেষ সুযোগ। ভালো হয়ে যা। দেখলি তো? সৌভাগ্য তোর সাথেই আছে।"
।।
ধন্যবাদ, পেসিডেন্ট মাসুদ রেজা ভাই। ফিনানশিয়াল সেক্রেটারি মেহেদি ভাই। জেনারেল সেক্রেটারি নাইম ভাই।
আরো ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সকল সদস্যদের।
No comments:
Post a Comment