Wednesday, October 2, 2013

সাধু ভাষা


আপনাকে সাধু প্রমান করিবার জন্য সাধু ভাষায় কথা বলিবার প্রয়োজন আছে বলিয়া মনে করি না। তারপরও কি কারনে জানিনা সাধু ভাষার প্রতি আকৃষ্ট হইয়া পরিয়াছি। যে কারণ গুলো মনে পরিতেছে তাহার মধ্যে সব থেকে গুরুত্তপূর্ণ বলিয়া মনে করিতেছি তাহা হইল, এই ভাষা ব্যবহার করিতে অন্য দেশের ভাষার কোন প্রয়োজন পরে না। আমার মনে হয় বাঙ্গালী বলিয়া আমাদের একান্তই কিছু থাকিয়া থাকিলে তাহা এই সাধু বাঙলা ভাষা, যাহার মধ্যে এখনও কোন বৈদেশিক জিবানু প্রবেশ করিতে পারে নাই। চলিত ভাষা নহে।
এইখানে জীবানু বলিতে আমি বৈদেশিক ভাষার শব্দ বা শব্দাংশকে বুঝাইয়াছি। বাংলা ভাষায় যাহা বাবহারের মাত্রা দিন দিন মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পাইতেছে।
আমাদের উঠতি বয়সের তরুন-তরুণীরা বাংলা ভাষায় কথা বিলিবার সময় নিজেদের কিছু একটা মনে করিয়া তাহা প্রমান করিবার জন্য যে পরিমানে অন্য ভাষার শব্দ (বিশেষ করিয়া ইংরেজি) ব্যবহার করা শুরু হইয়াছে, তাহা বড়ই পরিতাপের বিষয়। বাংলা ও ইংরেজি মিশ্রিত এই নতুন ভাষা বুঝিতে হইলে আপনাকে কর্ণ খাড়া করিয়া শুনিতে হইবে। মাঝে মধ্যে আপনাকে অবিধানের সরনাপন্ন হইবার প্রয়োজন হইতে পারে।

No comments:

Post a Comment