Saturday, September 7, 2013

জীবনের সব থেকে বড় ছ্যকা।


আমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা হল জীবনেও ছ্যকা খেলাম না। আসলে এই ছ্যকা প্রেমের ছ্যকা নয়। জীবন থেকে পাওয়া ছ্যকা। যে ছ্যকা খেয়ে আজ একটা ছেলে বিল গেট্‌স হল, পরের ঘরে খেয়ে না খেয়ে বড় হওয়া একটা ছেলে ষ্টিভজবস হল। হার্ভার্ড থেকে বিতাড়িত হওয়া একটা ছেলে সে হল ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবারগ। এই রকম হাজারো উধারন আছে ইনাদের নিয়ে। আসলে আরামে আছি তো, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি কোন টেনশন নাই। এর জন্যই জিবনে কিছু করতে পারলাম না। পকেটে যদি টাকা না থাকতো, না খেয়ে কিছুদিন কষ্ট করতাম, তাহলে জীবনে কিছু করতে পারতাম। কিছুদিন পর আমার জীবনী লোকে পড়ত

No comments:

Post a Comment