Wednesday, April 11, 2012

Student DIPU (Kobita)

তোমার রুপ
..........................দীপু (STUDENT)

তোমার সাথে প্রথম দেখা
যেদিন তুমি ছিলে একা,
লবো তোমার রুপের কথা
যা দিয়েছে তোমাকে বিধাতা।

দুধে আলতা গায়ের বরন
দিঘল কালো এলো চুল,
লজ্জাবতি লাজুক লতা
হাসলে পড়ে গালে টুল।

এই হাসি যাকে দিয়েছে বিধাতা
সে আর বলবে না কথা,
হাসির ভিতর সবটুকু সুখ,
হাসির ভিতর প্রেমের জত্ত্ব
খুজে দেখ তোমরা সবাই
পাবে না কেউ স্বর্গ মত্ত্ব।

তোমার কন্ঠ শুনে কোকিল ও সে বোবা হয়ে যাবে
এমন মিষ্টি সুর-চারাগাম বলোনা সে কোথায় পাবে
তেমার কথা শুনে কোকিল পাবে অনেক লজ্জ্বা
তোমার কথার ভিতর লুকিয়ে আছে প্রেমের রুপসজ্জ্বা।

No comments:

Post a Comment