Friday, December 27, 2013

Generation of Kawser Ahmad Sohan

I have My Grand Parents and their 12 sons and 9 girls

Their total sons and girls are 21

Given below

My  Grand Father (Father's father) and His 12 sons

My Grand Father's name is 

Sheikh Saidur Rahman


My Grand Father (Father's father) and His 9 Girls


This is My Grand Father (Mother's father)

His name is MD. Abdul Sattar Khan

He has only 1 boy and 4 girls Not as big as my Dadu.  



Rules of Tense

Bright House

Sk. Kawser Ahmad (Sohan)

Rules of TENSE
Active + Passive

Present Indefinite Tense
Act: Subject + verb (s/es) + Object.

Pas: Object + am/is/are + V3+ Preposition+ Subject.
I eat a mango.
A mango is eaten by me.

Pre Continuous T 
Sub + am/is/are + verb + ing +Obj.

Obj + am/is/are + being+ V3 +P+ Sub.
I am eating a mango.
A mango is being eating by me.


Pre Perfect T
Sub+ have/has + v3 + Obj.
Obj+ have/has + been+ v3 + P+ Sub
I have eaten a mango.
A mango has been eaten by me.

Pre Per Con T 
Sub+ have/has+ been+ verb +ing+Obj.

Obj+ have/has+ been+being+V3+ P + Sub. 
I have been eating a mango.
A mango has been being eaten by me.

Past Ind
Sub + v2 + Obj.

Obj + was/were+ V3+ P + Sub.
I ate a mango.
A mango was eaten by me.

Past Con T
Sub+ was/were + verb + ing + Obj.

Obj+ was/were + being+ V3+ P + Sub.
I was eating a mango.
A mango was being eaten by me.

Past Per T
Sub + had + v3 + Obj.

Obj + had + been+v3 +P + Sub.
I had eaten a mango.
A mango had been eaten by me.

Past Per Con T
Sub + had + been+ verb+ ing+ Obj.

Obj + had + been+ being+V3+ P + Sub.
I had been eating a mango.
A mango had been being eaten by me.

Future Ind T
Sub + shall/will+ v1+ Obj.

Obj + shall/will+ be+ V3+ P + Sub.
I will eat mango.
A mango will be eaten by me.

Fut Con T 
Sub+ shall/will+ be+ verb+ ing+ Obj.

Obj+ shall/will+ be+ being+ V3+ P + Sub.
I will be eating a mango.
A mango will be being eaten by me.

Fut Per T 
Sub+ shall/will+ have+ V3+ Ob j.

Obj+ shall/will+ have+ been +V3+ P + Sub.
I will have eaten a mango.
A mango will have been eaten by me.

Fut Per Con T
Sub +shall/will + have + been+ v+ ing+ Obj.

Obj +shall/will + have + been+ being+ V3+ P + Sub
I will have been eating a mango.
A mango will have been being eaten by me.

বাংলাদেশি লেখকদের বই

আমার পিছনে যে বই গুলো দেখছেন, সেগুলো সব বিদেশী লেখকদের লেখা। এখন অনার্স লেভেলে এসে হতাস হয়ে খুজি... বাঙালি লেখকদের লেখা বই কই?
কি করেছে বাঙ্গালিরা এতদিন?
আমি যে সব দেশি বই পড়ে ফেলেছি তা বলসি না। তবে ক্লাসে পাঠ্য বই যা পরানো হয় সব বেশিরভাগ আমেরিকান রাইটারদের।
এখন ভাবছি আমাকেই হাল ধরতে হবে।
আমি জানি দেশে অনেক পণ্ডিত আছে।
তারা টকশো আর পত্রিকায় কলাম লিখতে বাস্ত। বই লেখার সময় তাদের নেই।
জাদের আছে তারাও প্রেমের গল্প ছাড়া লেখার কিছু খুজে পায় না।
শপথ নিন।
বাংলাদেশি লেখকদের বই, পাঠ্য বই হিসাবে বিদেশের বড় বড় ইউনিভার্সিটি তে পড়ানো হবে ইনশাআল্লাহ।

লেখা শুরু করে দিন।
— at নয়াপল্টন.

নয়াপল্টন

আজকে ভার্সিটির বাস থেকে নামলাম গুলিস্তানে। ঘুমিয়ে ছিলাম তো তাই প্রেস ক্লাব এর সামনে নামতে পারি নাই। যাই হোক, সেখান থেকে হেটেই পল্টনের দিকে আসছিলাম। পতিমধ্যে শিক্ষা ভবন এর সামনে দিয়ে হাটার সময় হটাত দেখলাম রাস্তায় অনেক জ্যাম। সব রাস্তা বন্ধ করে পুলিশ রাস্তার মাঝে ছোটা ছুটি করছে। পাশে একটা লোকের কাছে গিজ্ঞেস করলাম, কাকু কাহিনী কি? সে বলল মনে হয় কোন ভিআইপি আসবে এখন। দারিয়ে থাকলাম ৫,৬ মিনিট। কিছুক্ষণ পর দেখলাম আসলেই ৬,৭ টা গাড়ি ১ টা এম্বুলেঞ্চ একগাদা পুলিশ নিয়ে ভো ভো করতে করতে সাদা একটা গাড়িতে (২ পাশে ২ টা পতাকা) করে হয়তো কোন একটা এমপি চলে গেল। পাশের ওই লোকটা টা বলছিল রাষ্ট্রপতির গাড়ি। আমি জানি না। তবে যাইহোক, তার জন্য এত গুলো মানুষ কে এতক্ষণ দারিয়ে থাকতে হল। কথা হল এতে আমার উচিত মাইন্ড করা। আজকে যদি জিদ ধরি যে ১০ বছর পর আমার গাড়ীর সামনে পিছনে এমন ১০ গাড়ি আমার নিরাপত্তার জন্য থাকবে। তাহলে ঠিকই আমি পারবো ইনশাআল্লাহ্‌। আমি জানি। কিন্তু কোথায় সেই জিদ? আমরা বাঙালী। আমাদের রক্ত ঠাণ্ডা। আমরা উন্নতির জন্য জিদ ধরতে পারি না। আজকের এই আমি বা আমার বয়সী কেউ না কেউ ১০, ১৫ বছর পর ওই স্থানে থাকবে। তাহলে আমি নই কেন??
জিদ ধরতে গেলেও যে সাহস লাগে।
আমার জন্য দোয়া করবেন। লাইনে আছি। ইনশাআল্লাহ্‌ সফল হবোই।
— at নয়াপল্টন.